<p>এ বছর ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রাতে তালিকাটি প্রকাশ করেন পুরস্কারটির আয়োজকরা।</p> <p>সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের সাতজন- ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, টনি ক্রুস, ফেদে ভালভের্দে, দানি কারভাহাল, আন্তনিও রুডিগার ও কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে এমবাপ্পে এই মৌসুমে রিয়ালে যোগ দিয়েছেন। আর ক্রুস রিয়াল ছেড়ে গেছেন গেল মৌসুমে। এমবাপ্পে তালিকায় জায়গা পেয়েছেন তার সাবেক ক্লাব পিএসজি ও ফ্রান্স জাতীয় দলে পারফরম্যান্সের ভিত্তিতে। এ ছাড়া সিটি ও আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন চারজন করে খেলোয়াড়। সিটির রুবেন দিয়াস, ফিল ফোডেন, হলান্ড ও রদ্রি। আর্সেনাল থেকে বোকায়ো সাকা, ডেকলান রাইস, মার্টিন ওডেগার্ড ও উইলিয়াম সালিবা।</p> <p>একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে তালিকায় আছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর্জেন্টিনা থেকে আছেন দুইজন- ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ এবং অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজ। স্পেনের ইউরোজয়ী দল থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমালদো, দানি ওলমো, রদ্রি, নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল।</p> <p>তবে সংক্ষিপ্ত তালিকায় ফেভারিট হিসেবে আছেন- ভিনিসিয়ুস জুনিয়র,আর্লিং হালান্ড, রদ্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।</p> <p>বর্ষসেরা কোচের পুরস্কার জয়ে এগিয়ে আছেন বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগার শিরোপা জেতানো জাবি আলোনসো। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।</p> <p>২০০৩ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। এর আগে মেসি আটবার ও রোনালদো রোনালদো এই পুরস্কার জেতেন।</p>