<p>অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) তাকে বর্ষসেরা ফুটবলারের খেতাব দিয়েছে। মেয়েদের মধ্যে এই স্বীকৃতি অর্জন করেছেন সিটিরই ফরোয়ার্ড খাদিজা শ।</p> <p>গত মৌসুমের পারফরম্যান্সের জন্য দুজনেরই এটা জোড়া স্বীকৃতি। এর আগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরাও হয়েছিল এই দুজনই।</p> <p>পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় ফোডেন বলেন, এই অর্জন তার কাছে বিশেষ কিছু।</p> <p>এবার সেরার লড়াইয়ে ফোডেন পেছনে ফেলেছেন সতীর্থ হলান্ড ও রদ্রি, চেলসির কোল পালমার, আর্সেনালের মার্টিন ওডেগোর ও অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিন্সকে। ২০২১ ও ২০২২ সালে পিএফএ ইয়াং প্লেয়ার অব দা ইয়ার হয়েছিলেন ফোডেন। সেখান থেকে দ্রুতই জিতে নিলেন মূল পুরস্কার।</p> <p>গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন ২৪ বছর বয়সী ফোডেন। ম্যানচেস্টার সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ের পথে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ২৭ গোল করেছিলেন তিনি।</p> <p>এই নিয়ে গত পাঁচ মৌসুমের মধ্যে চারবারই পিএফএ সেরা হলেন সিটির ফুটবলার। ২০২০ ও ২০২১ সালে জিতেছেন কেভিন ডে ব্রুইনে, গত বছর আর্লিং হলান্ড।</p> <p>মেয়েদের সেরার স্বীকৃতি পাওয়া খাদিশা শ উইমেন’স সুপার লিগে গত মৌসুমে সিটির হয়ে করেছেন ২১ গোল। সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৮ গোল এগিয়ে ছিলেন এই জ্যামাইকান ফরোয়ার্ড। </p> <p>এছাড়া সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন কোল পালমার। মেয়েদের মধ্যে এ পুরস্কার উঠেছে টটেনহাম হটস্পারের গ্রেস ক্লিন্টনের হাতে।</p>