<p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-family:SolaimanLipi">গতকাল মোহামেডান হোঁচট খাওয়ায় বসুন্ধরা কিংসের টানা পঞ্চম লিগ শিরোপা জেতার পথ আরো পরিষ্কার হয়ে গেছে। বাকি পাঁচ ম্যাচ থেকে কিংসের দরকার মাত্র ৭ পয়েন্ট। এই পয়েন্ট ৪-এ নেমে আসতে পারে যদি আজ আবাহনীকে হারাতে পারে। কিংস অ্যারেনায় সেই কাজটা সেরা ফুটবল খেলেই করতে চান অস্কার ব্রুজোন।</span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:Calibri,"sans-serif""><span style="font-family:SolaimanLipi">কিংস শিরোপা জেতার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার মিশনে নামলেও আবাহনী নামছে দুইয়ে থেকে লিগ শেষ করতে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান শেষ দুই ম্যাচে ৪ পয়েন্ট হারানোয় আকাশি-নীলদের সামনে সুযোগ উঁকি দিয়েছে। আজ কিংসের বিপক্ষে জিততে পারলে মোহামেডানের সমান পয়েন্ট হবে আন্দ্রেস ক্রুসিয়ানির দলের। সেই লক্ষ্য পূরণের আশা করছেন দলটির অধিনায়ক রহমত মিয়া, </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span><span style="font-family:SolaimanLipi">কিংস সব সময় কঠিন প্রতিপক্ষ। আর ওদের মাঠে তো আরো শক্তিশালী। আমরা জেতার জন্য নামব এবং আমাদের সবার মধ্যে আত্মবিশ্বাস আছে যে ভালো করতে পারব।</span><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">কিংসকে হারিয়ে মৌসুমের শেষটা সুখকর করতে চাইবে আবাহনী। যে কারণে কিংস কোচ অস্কার ব্রুজোন সে বিষয়ে সজাগ, </span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">বড় ম্যাচ এটা। শেষ দিকে এসে তারা (আবাহনী) ভালো ফর্মে আছে এবং ক্লাবের লক্ষ্য পূরণে চেষ্টা করবে। ওদের দলে ভালো মানের খেলোয়াড় আছে। কঠিন ম্যাচ হতে যাচ্ছে।</span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi"> ব্রুজোন অবশ্য সেরা ফুটবলে দর্শকদের আনন্দ দিয়ে ম্যাচ জিততে চান, </span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">একটি দুর্দান্ত ম্যাচের আশা করছি, যেখানে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা এবং কিংস অ্যারেনায় সম্ভাব্য সেরা ছন্দে দেখা যাবে আমাদের।</span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi"> </span></span></span></p> <p><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">হলুদ কার্ডের খড়গে এই ম্যাচে কিংস পাচ্ছে না রক্ষণভাগের অভিজ্ঞ তপু বর্মণকে। ব্রুজোন অবশ্য আস্থা রাখছেন অন্যদের ওপর, </span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">আমাদের জন্য ক্ষতি বলা যায়। সে ভালো ফর্মে ছিল, কিন্তু অন্যরাও তার অভাব পূরণে প্রস্তুত।</span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span><span style="font-size:11.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi"> প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আবাহনীর কাছে হারের রেকর্ড নেই কিংসের। ৯ ম্যাচ খেলে কিংস জিতেছে সাতটি, ড্র হয়েছে দুটি। আজ সেই রেকর্ড অক্ষুণ্ন রাখার সঙ্গে শিরোপার আরো কাছে পৌঁছে যেতেই নামছে ব্রুজোনের দল।</span></span></span></p>