<p style="text-align:justify">কুমিল্লার হোমনায় বসুন্ধরা ফাউন্ডেশনের পল্লী ক্ষুদ্রঋণ প্রকল্পের অধীনে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার হোমনা পৌরসভার হরিপুরে এই ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এখনো অভিনয়ের জন্য ফিট রয়েছি : মল্লিকা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732607162-4fbb8a60f2bddb203d7aa11477c51518.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এখনো অভিনয়ের জন্য ফিট রয়েছি : মল্লিকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/26/1450799" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার তিনটি উপজেলায় সুদ ও সার্ভিস চার্জমুক্ত ২৫ কোটি টাকা ঋণ দিয়েছে। দরিদ্র মানুষ এই ঋণ পেয়ে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন, পরিবার নিয়ে সুখে দিনযাপন করছেন। আপনারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও ওনার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।</p> <p style="text-align:justify">বিশেষ অতিথির বক্তব্যে এফসিএস প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই বলেন, সুদমুক্ত ঋণ দিয়ে মানব কল্যাণে কাজ করাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মূল লক্ষ্য। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জোসেফসন জংশন আসলে কী?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732608451-8c965c6dc9451349f907a0b4319a2267.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জোসেফসন জংশন আসলে কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/26/1450801" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে বসুন্ধরা গ্রুপ সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ দিচ্ছে, যা মানুষের প্রয়োজনে আসছে। মানুষজন অসচ্ছল থেকে সচ্ছল হচ্ছেন। </p> <p style="text-align:justify">এ সময় আরো বক্তব্য দেন পল্লী ক্ষুদ্রঋণ প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যাপক মো. চান মিয়া, কাউন্সিলর জাকির হোসেন ও বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, বসুন্ধরা ফাউন্ডেশনের পল্লী ক্ষুদ্রঋণ প্রকল্পের অধীনে ৭৪তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত হোমনা ও নবীনগর উপজেলার ৩৪৬ জন উপকারভোগীর মাঝে ৫১ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রথমবার ৩৮ জনের মধ্যে বিতরণ করা হয়। যাদের প্রতিজনের মাঝে ১৫ হাজার টাকা করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এ ছাড়া দ্বিতীয়বার সুবিধাভোগীদের মাঝে ৩০৮ জনের প্রতিজনকে ১৫ হাজার টাকা করে ৪৬ লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। পরে উপকারভোগীরা তা পরিশোধ করেছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাজাখস্তানে ইউরো-এশিয়া উৎসব মাতালো বাংলাদেশের ‘নির্বাণ’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732608630-9ef3c554465595b27e1589fe54cb0a1f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাজাখস্তানে ইউরো-এশিয়া উৎসব মাতালো বাংলাদেশের ‘নির্বাণ’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/26/1450802" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">উপকারভোগী হোমনা চরেরগাঁও এলাকার বাসিন্দা খোরশেদা বেগম বলেন, আগে আমার স্বামী রুপ মিয়া অন্যের জমিতে কাজ করে কোনোমতে সংসার চালাতেন। বসুন্ধরা ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে কাঁচা মালের ব্যবসা করেন। প্রথম তিন মাস কিস্তি দিতে হয়নি। তাই ক্ষুদ্র ব্যবসা করে পুঁজি বাড়ে আবার সংসারও সুন্দর মতো চলে। তিন মাস পর ৩০০ টাকা করে প্রতি সপ্তাহে কিস্তি দিতে সমস্যা হয় না। দোয়া করি, আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের মালিককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন।</p>