<p>আজ রাতে আকাশে একটি বিশেষ মহাজাগতিক দৃশ্য দেখা যাবে—শুক্র এবং ক্রিসেন্ট চাঁদের মেলবন্ধন। এই ঘটনা মহাজাগতিক সংযোগ বা কনজাংশন নামে পরিচিত। এ ধরনের ঘটনায় দুটি গ্রহ বা আকাশের বস্তু কাছাকাছি এসে অবস্থান করে। আজ রাতে, শুক্র গ্রহ এবং ক্রিসেন্ট বা অর্ধচন্দ্র খুব কাছাকাছি দেখা যাবে। ফলে অত্যন্ত চমকপ্রদ দৃশ্যের অবতারণা হবে।</p> <p>এই বিরল মহাজাগতিক দৃশ্যটি সন্ধ্যার আকাশে দেখা যাবে। শুক্র গ্রহকে সন্ধ্যা তারা  বলা হয়, কারণ এটি সূর্যাস্তের পরে আকাশে খুব উজ্জ্বলভাবে দেখা যায়। ক্রিসেন্ট চাঁদ, অর্থাৎ চাঁদের অর্ধচন্দ্রাকৃতি, এবং শুক্র গ্রহ একে অপরের খুব কাছাকাছি থাকবে। মেলবন্ধনের সময়, আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য খালি চোখে দেখা সম্ভব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁদ কেন আমাদের সঙ্গে চলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727521509-5e13a2f4d8b06de66e213d5ac2de65a7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁদ কেন আমাদের সঙ্গে চলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/28/1429777" target="_blank"> </a></div> </div> <p>শুক্র গ্রহ খুব উজ্জ্বল হওয়ায় এটি আকাশে সহজেই দেখা যায়, বিশেষ করে শহুরে আলোর দূষণের মধ্যেও। যদি আপনার কাছে একটি টেলিস্কোপ বা দূরবীন থাকে, তাহলে আপনি শুক্র গ্রহের বিস্তারিত দেখতে পারবেন। এছাড়াও, চাঁদের পৃষ্ঠে কিছু বৃত্তাকার অঞ্চল বা চাঁদের মেরু অঞ্চলের দৃশ্যও দেখতে পারেন।</p> <p>মহাজাগতিক সংযোগ ঘটে যখন দুটি গ্রহ বা গ্রহ ও চাঁদ একে অপরের কাছাকাছি আসে, যদিও বাস্তবিক অর্থে তারা অনেক দূরে থাকে। এটি আমাদের পৃথিবী থেকে এক ধরনের অপটিক্যাল ইলিউশন হিসেবে ধরা পড়ে, যেখানে গ্রহ ও চাঁদ একই লাইনে অবস্থান করে এবং খুব কাছাকাছি দেখা যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ধেয়ে আসছে পাঁচটি বড় গ্রহাণু? কতটা ঝুঁকিতে পৃথিবী?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728121990-cab8f5d40d9da202fcdff2bcddc6e270.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ধেয়ে আসছে পাঁচটি বড় গ্রহাণু? কতটা ঝুঁকিতে পৃথিবী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/05/1432057" target="_blank"> </a></div> </div> <p>এই ধরনের মহাজাগতিক সংযোগ আকাশ পর্যবেক্ষকদের জন্য খুবই আকর্ষণীয় ঘটনা। এটি কেবলমাত্র একটি সৌন্দর্যপূর্ণ দৃশ্যই নয়। বরং বিজ্ঞানীদের জন্যও গবেষণার একটি ক্ষেত্র। শুক্র গ্রহের অবস্থান এবং এর গতি পর্যবেক্ষণ করতে পারা মহাকাশ গবেষণায় একটি গুরুত্বপূর্ণ বিষয়।</p> <p>তাই, যদি আপনি আজ রাতে আকাশের দিকে তাকানোর সুযোগ পান, শুক্র এবং ক্রিসেন্ট চাঁদের এই মনোমুগ্ধকর মেলবন্ধনটি দেখতে ভুলবেন না!</p> <p>সূত্র: স্পেস ডট কম</p>