<p>দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে আঘাতপ্রাপ্ত হই, আবার সেসব আঘাত ভালোও হয়ে যায়। তবে কখনো কখনো এমন আঘাত পাই, যাতে আহত অঙ্গ আর কোনো সময়ই সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসে না। তেমন একটি হলো নার্ভ ইনজুরি। আঘাতপ্রাপ্ত নার্ভ কি আগের অবস্থায় ফিরে আসতে পারে? এই বিষয়ে পরামর্শ দিয়েছেন</p> <p><strong>অধ্যাপক ডা. শফিকুল ইসলাম</strong></p> <p>বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগ</p> <p>ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল</p> <p>আঘাতপ্রাপ্ত নার্ভ আগের অবস্থায় ফিরে আসে, তবে সেটি নিয়ন্ত্রিত ও পরিমিত। যেমন ধরুন, আমাদের যে নার্ভাস সিস্টেম, তা দুটি ভাগে বিভক্ত। একটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যা ব্রেইন আর স্পাইনাল কর্ডের সমন্বয়ে তৈরি। এটির নিউরনের (নার্ভ টিস্যুর একককে নিউরন বলে) আবরণ নার্ভ রিজেনারেশনকে বাধা দেয়। তাই এসব ক্ষেত্রে আর আগের মতো অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হয় না।</p> <p>অন্যদিকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম রিকভারি হয়ে থাকে। তবে তা নির্ভর করে আঘাতের মাত্রা এবং নিউরনের কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, সেসবের ওপর।</p> <p><strong>কী কী রকমের নার্ভ ইনজুরি পুনরুদ্ধার হয়ে থাকে?</strong></p> <p>পেরিফেরাল নার্ভ ইনজুরিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি—নিউরোপ্রাকশিয়া, এক্সোনোটমেসিস ও নিউরোটমেসিস।</p> <p><strong>নিউরোপ্রাকশিয়া :</strong> এই নার্ভ ইনজুরিতে সাময়িক অবশ বা দুর্বলতা থাকলেও নিজে নিজেই ঠিক হয়ে যায়।</p> <p><strong>এক্সোনোটমেসিস :</strong> এই নার্ভ ইনজুরিতে এক্সোন ও মায়োলিন আঘাত পেলেও অ্যান্ডোনিউরিয়াম ভালো থাকে। এটিও নিজে নিজেই ঠিক হয়ে যায়।</p> <p><strong>নিউরোটমেসিস :</strong> খুব বেশি আঘাতে এই নার্ভ ইনজুরি হয়ে থাকে। এ ক্ষেত্রে অ্যান্ডোনিউরিয়াম, এক্সোন, মায়োলিন শিথ আঘাতপ্রাপ্ত হয়। এমনকি পেরিনিউরিয়াম, ফেসিকল, এপিনিউরেনিয়ামও আঘাত পেতে পারে।</p> <p>এ ক্ষেত্রে নার্ভ পুনরুদ্ধারের জন্য অপারেশন করে পেরিনিউরেনিয়াম লাগিয়ে দিতে হয়। এ ক্ষেত্রে রিকভারি আগের নার্ভ ইনজুরিগুলোর মতো ভালো হয় না।</p> <p><strong>করণীয়</strong></p> <p>* আঘাতের স্থানে কোনো কিছু মালিশ না করা। * প্রথম অবস্থায় ঠাণ্ডা বা বরফ দেওয়া।<br /> * আঘাতের অংশকে বিশ্রামে রাখা। * প্রচুর পানি পান করা। * স্বল্পমাত্রায় ব্যথার ওষুধ ব্যবহার করা। * কিছু পরীক্ষা করে আঘাতের মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া। * বুকে বা মাথায় অথবা পেটে আঘাত পেলে বা কোনো অঙ্গ অবশ মনে করলে অনতিবিলম্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কেননা দ্রুত আঘাত শনাক্ত এবং অপারেশন করা গেলে স্নায়ুকলার ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হয়।<br />  </p>