<p>সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার খবর গুজব। এতে কান না দিতে অনুরোধ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।</p> <p>আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তার কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ তথ্য জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার পতনের পর মুখ খুললেন সাদ্দাম-ইনান, পাঠালেন বিবৃতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1726996675-5987ec8c19e733bebc910bb7bd7372fd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার পতনের পর মুখ খুললেন সাদ্দাম-ইনান, পাঠালেন বিবৃতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/09/22/1427804" target="_blank"> </a></div> </div> <p>সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হচ্ছে- এটা নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে। একটা দরখাস্ত এসেছে, আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না।’</p> <p>এর আগে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ বছর করার বিষয়ে সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়েছে। এ দাবির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে গত ১৮ সেপ্টেম্বর চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাকরি হারালেন কিস্তির টাকা না পেয়ে গরু নিয়ে যাওয়া এনজিওকর্মী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1727002900-3a5d5fd190eeafdedbb631c465ad9ac3.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাকরি হারালেন কিস্তির টাকা না পেয়ে গরু নিয়ে যাওয়া এনজিওকর্মী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/22/1427831" target="_blank"> </a></div> </div> <p>ওই সংবাদ সম্মেলনে সচিব আরো জনান, ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে।</p> <p>তবে পরবর্তী বছর থেকে প্রতিবছন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সম্পদেরবিবরনী জমা দিতে হবে।</p>