<p>রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে ধারালো চাকুর (সুইস গিয়ার) ভয় দেখিয়ে ছিনতাইকালে চার জনকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ২টি সুইস গিয়ার চাকু, ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।</p> <p>রবিবার (৭ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে লালবাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন কোয়ার্টার্সের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো মো. রবিন, মো. সাব্বির, মো. জিহাদ ও মো. রাফিন।</p> <p>লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা কালের কণ্ঠকে বলেন, ‘লালবাগ থানাধীন ইডেন মহিলা কলেজের বিপরীত পাশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন কোয়ার্টার্সের সামনে সুইস গিয়ার চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করে লালবাগ থানার টহল পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক হাজার টাকা ও ১টি ভিভো এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।’</p> <p>ইমরান হোসেন মোল্লা আরো বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সবাই উঠতি বয়সের ছিনতাইকারী চক্রের সদস্য। তারা সংঘবদ্ধভাবে সুযোগ বুঝে ধারালো চাকুর ভয় দেখিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করত। আসন্ন ঈদকে সামনে রেখে তারা সক্রিয় হয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল কিন্তু পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় মামলা রুজু হয়েছে।’</p>