<p style="text-align:justify">টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন ‘দ্য ইন্সটিটিউশনস অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ’ এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে এ কমিটি গঠন করা হয়। </p> <p style="text-align:justify">এতে ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার শামসুজ্জামান (সিআইপি) ও ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এটিএম সামসু উদ্দিন খানকে যুগ্ম আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেনকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান, ইঞ্জিনিয়ার এবিএম সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার একেএম মহসিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. সুমায়েল মল্লিক, ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন, ইঞ্জিনিয়ার আবু হোসেন হিটলু, ইঞ্জিনিয়ার খালেদুল ইসলাম মিঠুন ও ইঞ্জিনিয়ার মাঈনুল ইসলাম পলাশ।  </p> <p style="text-align:justify">এছাড়া ফাইন্যান্স, মেম্বারশিপ, সেমিনার, সামাজিক উন্নয়ন, প্রেস এন্ড পাবলিকেশনস, স্পোর্টস অ্যান্ড কালচারাল ও অফিস ম্যানেজমেন্টের জন্য আরো সাতটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম লিটনকে ফাইন্যান্স কমিটির আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান মামুনকে সদস্যসচিব করা হয়েছে।</p> <p style="text-align:justify">এদিকে মেম্বারশিপ কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. আরফান আলী প্রামাণিক। সেমিনার, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারহানা ইকবাল ও সদস্যসচিব ফারুকুল ইসলাম জনি। সামাজিক উন্নয়ন ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আসিফুল আলম ও ইঞ্জিনিয়ার মইদুল ইসলাম মঈদ। প্রেস অ্যান্ড পাবলিকেশন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাজেদুল হল শালুক, সদস্য সচিব চন্দ্র শেখর দাস।</p> <p style="text-align:justify">স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এসএম মিজানুর রহমান ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ নাবিল, অফিস ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক অফিস ম্যানেজমেন্ট কমিটি আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম ও সদস্য সচিব এএসএম আশিক ইসতিয়াক লিখন। </p> <p style="text-align:justify">আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, নতুন সদস্য সংগ্রহসহ গুরুত্বপূর্ণ কিছু কাজ করবে অন্তর্বর্তীকালীন এই কমিটি। </p> <p style="text-align:justify">সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন বলেন, আইটিইটিকে দেশের একটি শক্তিশালী পেশাজীবী সংগঠন বানাতে আমরা কাজ করব।</p>