<p>সম্প্রতি ভয়াবহ বন্যায় ত্রাণ তৎপরতা চালিয়ে আলোচনায় আস সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটি কয়েকদিনে ৭০ হাজার পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা। এখন পর্যন্ত প্রায় ৩৪৯৮ টন চালসহ নানা সামগ্রী দেওয়া হয়েছে। বন্যায় সহায়তা করা ফাউন্ডেশনটির ক্রয় ও বিতরণের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা হয়েছে।</p> <p style="text-align:center"><img alt="854" height="862" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/TRAN.jpg" width="526" /></p> <p>সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে উল্লেখ করা হয়, বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রথম ধাপে খাদ্যসামগ্রীসহ নানাবিধ ত্রাণসামগ্রী ক্রয়ের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। বিতরণও সম্পন্ন হয়েছে অর্ধেকের বেশি। তারই বিস্তারিত খরচের হিসাব এখানে দেয়া হলো। শনিবার থেকে শুরু হবে পুনর্বাসনের যাচাই বাছাইয়ের পর্ব। এই কার্যক্রম চলবে কয়েক মাস ধরে। পুনর্বাসনের প্রতিটি ধাপ শেষে এর বিস্তারিত হিসাব দেয়া হবে ইনশাআল্লাহ। আর বছর শেষে অডিট তো থাকছেই।</p> <p>আনন্দের বিষয় হলো, আমাদের ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপনা খরচ ১% এরও কম, সেবামূলক কাজের ইতিহাসে যা আমাদের জানা মতে এক বিরল ঘটনা।</p> <p>উল্লেখ্য, টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলে কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১১ জেলায় অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দি হয়েছিল। সীমাহীন দুর্ভোগ বানভাসি এসব মানুষ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন। ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটিতে এরই মধ্যে সাড়ে তিন লাখ মানুষ অনুদান দিয়েছে। ত্রাণকাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন ৪ হাজারের বেশি।<br />  </p>