<p>বিনোদন জগতে সমালোচক হিসেবে খুবই জনপ্রিয় নাম তরণ আদর্শ। বলিউডের ট্রেন্ড সমীক্ষক হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে তার। ভারতীয় এই চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, সম্পাদক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকের রিভিউ অনেক সিনেমার ভাগ্য বদল করে দিতে পারে। এবার তরণ আদর্শ করলেন শাকিব খানের সিনেমার প্রচার। শাকিবের আসন্ন সিনেমা দরদ-এর প্রমোশনাল পোস্ট শেয়ার করেছেন তরণ আদর্শ। এটি একটি প্যান-ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে। এর আগে শাকিবের ‘তুফান’ মুক্তির তারিখও জানিয়েছিলন তরণ আদর্শ।</p> <p>সামাজিক মাধ্যমে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন এই তরণ আদর্শ। পাশাপাশি সিনেমাটি যে ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সেটিও জানান তিনি। তরণ আদর্শ তার পোস্টে লিখেছেন, ‘ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় দরদ বা ডার্ড। দুলু মিয়া হিসেবে রয়েছেন শাকিব খান। সিনেমা হলে আসছে ১৫ নভেম্বর ২০২৪।’ </p> <p>তরণের পোস্টে শাকিব ও দরদকে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশি দর্শকরা। চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘দরদ টিমের জন্য শুভকামনা।’ সংগীতশিল্পী স্বপ্নীল সজীব লিখেছেন, ‘বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান একজন মেগাস্টার।’</p> <p>এর আগে নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ ২০টি দেশে মুক্তি পাবে সিনেমাটি। এবার তরণ আদর্শ জানালেন মুক্তির তারিখ। অবশেষে সব জল্পনা কল্পনা কাটিয়ে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।</p> <p>‘দরদ’-এ শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। এটি অভিনেতার প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা। সিনেমার গল্পে দেখা যাবে, ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর। কাহিনী যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হবে গল্পে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে প্রযোজনায় যুক্ত রয়েছেন ভারতের এসকে মুভিজ।</p>