<p>ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংস্কার দাবি করেছেন সংস্কারকামী শিল্পীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর সভা ডেকে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় গুণী শিল্পী তারিক আনাম খানকে। সেদিনই জানানো হয়, অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিতে আরো চারজন যোগ হবেন। তা-ই হলো। আজ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় অভিনয়শিল্পী সংঘ।</p> <p>এবার অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধান তারিক আনাম খানের সঙ্গে যুক্ত হলেন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি, জীতু আহসান, সাহানা রহমান সুমি ও এ কে আজাদ সেতু।</p> <p>অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি প্রধান তারিক আনাম খান বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় আমাকে শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধান করা হয়। ওই দিনই আরো চারজনকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছিল। আমার সঙ্গে কাজ করতে উল্লেখিত চারজন সদয় সম্মতি প্রদান করেছেন।’</p> <p>তিনি আরো বলেন, ‘আমাদের আলোচনার দ্বার সব সময় উন্মুক্ত থাকবে। অভিনয়শিল্পীদের পেশার মর্যাদা, সম্মান, অধিকার প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত উদ্যোগ বৃথা যাবে না। সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’</p>