<p>বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির উদ্যোগে শুরু হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে মিউজ্যিকাল রিয়েলিটি শো ‘অদম্য সুর’। সারা বাংলাদেশ থেকে প্রাথমিক বাছাই পর্বে প্রায় ১০০০ প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে ২০০ জন কে নিয়ে শুরু হয় মূল প্রতিযোগিতা। প্রতি শুক্রবার ও রবিবার আরটিভির পর্দায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। অন্যরকম এই শো টি উপস্থাপনা করছেন অভিনেত্রী ও উপস্থাপিকা মাহমুদা মাহা।</p> <figure class="image"><img alt="nvddhjh" height="400" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat/411130811_2177060435967196_9191310247005554747_n.jpg" width="600" /> <figcaption>‘অদম্য সুর’ প্রতিযোগির সঙ্গে উপস্থাপিকা মাহমুদা মাহা</figcaption> </figure> <p>এমন ভিন্ন ধরণের আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছসিত এই উপস্থাপিকা। তিনি কালের কন্ঠকে বলেন, ‘এটা খুব ভিন্ন ধরণের এবং একইসঙ্গে চ্যালেঞ্জিং একটা শো। আমার ধারণা, এই ধরনের শো এ দেশে আগে হয়নি। বিশ্বব্যাপীও এই ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না। সেই জায়গা থেকে বাংলাদেশে এই প্রোগ্রাম করাটাই অনেক সাহসিকতার ব্যাপার। ভয় ছিলো সবার সামনে সুন্দর করে প্রোগ্রাম টা উপস্থাপন করতে পারবো কিনা। কিন্তু প্রতিযোগী থেকে শুরু করে বিচারকবৃন্দ সবাই দারুনভাবে সহযোগিতা করেছেন এ কারণেই এমন একটা শো করতে পেরেছি। আমি মনে করি, এরকম শো উপস্থাপনা করা সৌভাগ্যের বিষয়।’</p> <p><img alt="hhhxv " height="400" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat/অদম্য সুর (5).JPG" width="600" /></p> <p>বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্নরকম। অনেক আবেগের একটি অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানজুড়েই বিভিন্ন সময়ে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এক দিনের একটা ঘটনার বর্ণনা দেই, আমাদের একজন প্রতিযোগি ছিল ওনার নাম রোদ্দুর। অটিজমে আক্রান্ত তিনি। আমাদের একটা এপিসোড আছে যেখানে প্রতিযোগিরা তাদের অভিভাবক নিয়ে মঞ্চে হাজির হবেন। সেখানে রোদ্দুরের মা জানায়, রোদ্দুর জন্মের পর যখন তাঁর এই সমস্যার কথা জানতে পারে তখন তাঁর মায়ের একটাই ইচ্ছে ছিলো রোদ্দুরের মুখ থেকে ‘মা’ ডাক শোনার। সেই ছেলে মা তো ডাকতে পারছেই এই শো তে এসে গান করেছে। পুরো ঘটনা যখন শুনি তখন সত্যিই আবেগী হয়ে যাই।’</p> <figure class="image"><img alt="nfhii" height="400" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat/অদম্য সুর (6).JPG" width="600" /> <figcaption>তিন জন বিচারকের সঙ্গে ‘অদম্য সুর’ প্রতিযোগি </figcaption> </figure> <p>‘অদম্য সুর’ এর পুরো আয়োজনে বিচারকার্য সম্পন্ন করছেন বিশিষ্ট সংগীতশিল্পী খুরশীদ আলম, আলম আরা মিনু এবং প্রতিবন্ধিতাবিষয়ক বিশেষজ্ঞ সৈয়দা মুনীরা ইসলাম। প্রায় ১০ টি এপিসোডে ৩ মাস ধরে চলবে এই অনুষ্ঠানটি।  </p> <p>গত বছর একই চ্যানেলের ‘বাংলার গায়েন’ রিয়্যালিটি শো উপস্থাপনা করেছিলেন মাহমুদা মাহা। এতে তার উপস্থাপনা সবার নজর কাড়ে। তারই ধারাবাহিকতায় নতুন এই শো উপস্থাপন করছেন তিনি। উপস্থাপনার বাইরে অভিনয়ও করছেন মাহা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের সরকারি অনুদানের সিনেমাটি। এর আগে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি।</p>