<p>ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টে কর্মরত যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করে রুখে দিতে হবে।’</p> <p>রবিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে যুক্তরাষ্ট্রের “লাভ শেয়ার বিডি-ইউএস” এর উদ্যোগে ‘স্বৈরাচার হাসিনা সরকারের পতনে সাংবাদিক সমাজের ভূমিকা ও বর্তমান করণীয়’ শীষর্ক এক আলোচনা এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি ছিলেন মুখ্য আলোচক। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিজিটাল মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1727001859-5c992a539eaddf0286cef6d43b742fae.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিজিটাল মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/09/22/1427825" target="_blank"> </a></div> </div> <p>অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ৫ সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিলো। তবে দু’টি পরিবারের সদস্যরা উপস্থিত না থাকায় তিন পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাকি দু’টি পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।</p> <p>বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত পাঁচ জন সাংবাদিকের পরিবারকে এক লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। যেসব সাংবাদিক নিহত হয়েছিলেন তারা হলেন, ঢাকা টাইমস এর সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী, ফ্রিল্যান্স সাংবাদিক তাহির জামান প্রিয়, গাজীপুরের দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সাংবাদিক শাকিল হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাব এবং দৈনিক খবরপত্র পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক। অনুষ্ঠানে তিন জনের পরিবারকে সরাসরি এক লাখ টাকা করে অর্থ প্রদান করা হয়। সিলেটে নিহত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের পরিবারকে পূর্বেই এই পরিমাণ অর্থ দেওয়া হয়। গাজীপুরে নিহত সাংবাদিক শাকিল হোসেনের পরিবারের কাছে পরবর্তীতে ১ লাখ টাকা পৌঁছে দেওয়া হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাস্তিকদের প্রতিষ্ঠা করতে চাইলে সংগ্রাম চলবে: চরমোনাই পীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1727014074-303687b4a15268f3cf640e7a4acb14ee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাস্তিকদের প্রতিষ্ঠা করতে চাইলে সংগ্রাম চলবে: চরমোনাই পীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/22/1427876" target="_blank"> </a></div> </div> <p>এ সময় আর্থিক সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্রের দাতব্য প্রতিষ্ঠান লাভ শেয়ার বিডি ইউএস এর পরিচালক যথাক্রমে ফজলে ভূঁইয়া নওশাদ, জাহিদ খান, আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।</p> <p>অনুষ্ঠানে বক্তব্য দেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বর্তমান সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব বাছির জামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী, আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাবুল প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একগুচ্ছ ফুল দিয়ে সাজিদকে স্মরণ করল সহপাঠীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1727013648-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একগুচ্ছ ফুল দিয়ে সাজিদকে স্মরণ করল সহপাঠীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/09/22/1427875" target="_blank"> </a></div> </div> <p>সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতের পরিবারকে সান্তনা দেওয়া বা কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা সম্ভব নয়। এ এক অপূরণীয় ক্ষতি। তবে এই আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে। একই সঙ্গে গত ১৫ বছর ধরে বেকার হওয়া সাংবাদিকদের তালিকা করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।</p> <p>তিনি বলেন, আমরা এখানে বসে অনেক সুন্দর সুন্দর কথা বলছি। কিন্তু হাসপাতালে এখন আহতরা অসহায়ভাবে জীবনযাপন করছে। অনেকের শরীর থেকে পা আলাদা হয়ে গেছে। অনেকের চোখ নষ্ট হয়ে গেছে। অনেকের বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নেই। তবুও তাদের মুখে স্বস্তির হাসি। কারণ দেশ থেকে ফ্যাসিবাদীর বিদায় হয়েছে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন রূপে হাজির হলেন সাদিয়া আয়মান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/22/1727012497-29eb371320a008e148eb4b1b6c80ddef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন রূপে হাজির হলেন সাদিয়া আয়মান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/09/22/1427871" target="_blank"> </a></div> </div> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত সাংবাদিকদের ডাটাবেজ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক সাংবাদিক আহত হয়েছে, অনেকে নিহত হয়েছেন। কে কোথায় কিভাবে নিহত হয়েছে তার সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে। তাদের পরিবার কিভাবে চলছে সেগুলোর খোঁজখবর নেওয়া উচিত। এজন্য প্রেসক্লাবের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।  </p> <p>ড. মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধানের দায়িত্ব দেওয়া দেশের জন্য স্বস্তির উল্লেখ করে তিনি বলেন, দেশে অনেক বড় পরিবর্তন হচ্ছে। তবে কিছু ছন্দপতন আছে। কারণ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনেক বিস্তর। গত ১৫ বছর এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। মানুষের এসব সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে। এজন্য সবাই এক সাথে কাজ করতে হবে। </p> <p>গত ১৫ বছরের স্বৈরশাসনের যাতাকলে বঞ্চিত হওয়া পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরি করে বিভিন্ন মিডিয়া হাউজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সাংবাদিক নেতাদের আহ্বান জানান। তিনি বলেন, বঞ্চিত সব সাংবাদিকের তালিকা তৈরি করে সরাসরি পত্রিকা বা টেলিভিশন মালিকদের কাছে দিন।</p> <p>অনুষ্ঠানে বলা হয়, দাতব্য সংস্থার লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে মানুষের সহায়তা করে আসছে। ভবিষ্যতে এই সংস্থাটি বাংলাদেশের মানুষের পাশে আরো ভালোভাবে দাঁড়াতে চায়।</p>