<p>বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা (৪৭) নামের এক নারীকে হত্যা করে ডিপফ্রিজে রেখে গেছে দুর্বৃত্তরা। রবিবার (১০ নভেম্বর) জয়পুরপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। সালমা দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আজিজুর রহমানের স্ত্রী। </p> <p>নিহতের স্বজনরা জানায়, আজিজুর রহমান ও তার ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী সাদ বিন আজিজুর রহমান (১৬) মাদ্রাসায় ছিল। এ সময় সালমা বাড়িতে একাই ছিলেন। সাদ ছুটির পর দুপুর পৌনে ২টায় বাসায় এসে ঘরের কাপড় চোপড় ও আসবাবপত্র এলোমেলো দেখে। সে তার মাকে বাসায় দেখতে না পেয়ে বাবাকে খবর দেয়। তার বাবা মাদ্রাসা থেকে বাড়িতে এসে সালমাকে হাত-পা বাঁধা অবস্থায় ডিপফ্রিজের মধ্যে দেখেন। তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন  চিকিৎসক।</p> <p>দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে হত্যা করা হয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। </p>