<p>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মংলুর সঙ্গে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন আমগাছ কাটতে গেলে বাধা দেন আলমগীরসহ তার ভাইয়েরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার ঘটনায় মামলা, আটক ৪" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731153230-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার ঘটনায় মামলা, আটক ৪</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444624" target="_blank"> </a></div> </div> <p>শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান  হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।</p>