<p style="text-align:justify">নাশকতা ও হত্যা মামলায় বগুড়ার আদমদীঘি ও কাহালু উপজেলার চার ইউপি চেয়ারম্যানসহ ৯ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।</p> <p style="text-align:justify">রবিবার (৩ নভেম্বর) রাতে র‌্যাব ঢাকা মিরপুর এলাকার একটি বাড়ি থেকে আদমদীঘির তিন ইউপি চেয়ারম্যানসহ ৭ জন এবং সোমবার (৪ নভেম্বর) দুপুরে কাহালু থেকে এক ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।</p> <p style="text-align:justify">গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান (৫২), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল হুদা খন্দকার (৫৫), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এরশাদুল হক টুলু (৬২), নাজিমুল হুদা খন্দকার (৫৭), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন (৩৮) ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন (৪৮)।</p> <p style="text-align:justify">আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগস্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাতসহ অন্তত ৫ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এরপর বগুড়ায় ছাত্র হত্যার দায়েরকৃত মামলায় আদমদীঘিতে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়। মামলা দায়েরের পর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন।</p> <p style="text-align:justify">তিনি আরো জানান, মামলার সূত্রে গত রবিবার রাতে ঢাকা মিরপুর এলাকায় একটি বাড়িতে র‌্যাবের অভিযান চালিয়ে তাদের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p style="text-align:justify">এদিকে, কাহালু থানার উপ-পরিদর্শক মাসুদ জানান, সোমবার (৪ নভেম্বর) দুপুরে নাশকতার মামলায় উপজেলা সদর থেকে নারহট্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম এবং উপজেলা শ্রমিকলীগের সাধারণ আবদুল সম্পাদক কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p>