<p>টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুর রহমান (১৫) নামের এক মাদরাসাছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে। দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।</p> <p>আব্দুর রহমান পাইকড়া ইউনিয়নের হাসড়া পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের (মুন্স) ছেলে। সে দারুল ইসলাম মোহাম্মদীয়া বল্লা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিখোঁজের বড় ভাই ইব্রাহিম মিয়া কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। </p> <p>ইব্রাহিম মিয়া জানান, শুক্রবার (১ নভেম্বর) বিকেলে মাদ্রাসা থেকে বন্ধুদের সঙ্গে হাঁটতে বের হয় আব্দুর রহমান। মাগরিবের নামাজের পর মাদ্রাসায় অনুপস্থিত থাকায় মাদ্রাসা হোস্টেল সুপার ইসলাম হোসেন ফোন করে জানান আব্দুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।</p> <p>তিনি আরো জানান, 'নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে আমরা বিভিন্ন স্বজনদের কাছে খোঁজ নিয়ে কোথাও তার সন্ধান পাইনি। আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি। ওকে ফেরত চাই।' </p> <p>দারুল ইসলাম মোহাম্মদীয়া বল্লা ফাজিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার ইবনে ইমাম জানান, প্রতিদিনের মতো আসরের নামাজের পরে ফ্রি সময় দেওয়া হয় আবাসিকের ছাত্রদের। শুক্রবারেও আসরের নামাজের পরে সব ছাত্ররা বাহিরে ঘুরে হলে আসলেও আব্দুর রহমান ফিরে আসেনি।</p> <p>কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া জানান, নিখোঁজ আব্দুর রহমানকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।</p>