<p>লালমনিরহাটের হাতীবান্ধায় বাণিজ্যিকভাবে ভাবে সুপারি বাগানে বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন নারী উদ্যোক্তা ময়না বেগম। ইউটিউব দেখে আদার পাশাপাশি মসলা ও ঔষধিগুণ সমৃদ্ধ চুইঝাল চাষে ঝুঁকছেন তিনি। বাগানে গেলেই সিমেন্ট ও সারের বস্তায় সুপারি গাছের ফাঁকে ফাঁকে পতিত জমিতে সারি সারি আদার গাছ সবুজ বাগানে সেজেছে। বস্তায় আদা চাষ করে এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন ময়না বেগম। তাকে দেখে এখন অনেক কৃষক এ পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হবেন বলে মনে করছেন কৃষি বিভাগ।</p> <p>নারী উদ্যোক্তা ময়না বেগম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিমান্ত বিলুপ্ত গোতামারী ছিটমহল এলাকার আজম আলীর স্ত্রী। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উপাচার্যের সঙ্গে আলোচনা প্রত্যাখান করেছেন জবির আন্দোলনরত শিক্ষার্থীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730711975-499842ce3087e28bbaf78364f09a60ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উপাচার্যের সঙ্গে আলোচনা প্রত্যাখান করেছেন জবির আন্দোলনরত শিক্ষার্থীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/04/1442626" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে ময়না বেগম। প্রশিক্ষণে কৃষি অফিসার পরামর্শ দেন সুপারি বাগানে বস্তায় আদা চাষ করা যায়। সেই থেকে গত বছর সুপারি বাগানের ফাঁকা জায়গা পরিক্ষামূলক ৭০টি বস্তায় আদা চাষ করেন ময়না বেগম। আদার পাশাপাশি ইউটিউব দেখে চুইঝাল চাষেও উদ্বুদ্ধ হন তিনি। প্রতিটি বস্তায় ১থেকে দেড় কেজি করে আদা হয়ে থাকে। এতে ভালো লাভ হয়। এ বছর বাণিজ্যিকভাবে ২৭ শতক সুপারি বাগানে ১৮শ বস্তা আদা চাষ করেছেন তিনি। আদা চাষে পঞ্চাশ হাজার টাকা খরচের বিপরীতে প্রায় তিন লাখ টাকা লাভের আশা করছেন তিনি। আদার পাশাপাশি সুপারি গাছে ৬৫০টি চুইঝাল গাছ লাগানো হয়েছে।</p> <p>এ বিষয়ে নারী উদ্যোক্তা ময়না বেগম বলেন, সাধারণভাবে আদা চাষের চেয়ে বস্তা পদ্ধতিতে ফলন বেশি হয়। আমি আশা করছি এই পদ্ধতিতে আদা চাষে ভালো লাভবান হবো। আদার পাশাপাশি সুপারি গাছে ৬৫০টি চুইঝাল গাছ লাগাইছি। চুইঝাল চাষে তেমন পরিশ্রম হয় না এবং খরচও অনেক কম। আশা করছি ভালো লাভ হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রমেকে ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730711730-e264b17ad81d203d1ca44878f6fc6cdd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রমেকে ‘কমপ্লিট শাটডাউনের’ হুঁশিয়ারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442625" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া বলেন, অনেকেই এখন বাণিজ্যিকভাবে আদা চাষ করছে। তেমনি সফল নারী উদ্যোক্তা ময়না বেগম সুপারি বাগানে বস্তা পদ্ধতিতে আদা চাষে আলোড়ন সৃষ্টি করেছেন। আদার পাশাপাশি তিনি ৬৫০টি চুইঝাল গাছ লাগিয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে সবধরনের সহোযোগিতা ও খোঁজ খবর নিচ্ছে।</p>