<p>সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় যুবলীগ নেতা সাইকুল ইসলামকে পুলিশ আটকের পর পরিবার ও স্বজনদের বাধায় হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তের চান্দের বাজারে ঘটনাটি ঘটেছে।</p> <p>সাইকুল ইসলাম উপজেলার সীমান্তগ্রাম শিলডুয়ার গ্রামের বাসিন্দা ও সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ্জত আলীর ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিশুর মাংসপেশিতে টান ও চোটে যা করণীয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729830088-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিশুর মাংসপেশিতে টান ও চোটে যা করণীয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2024/10/25/1438971" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে ও খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বম্ভরপুর থানার ওসি কাওছার আলম যোগদানের পর থেকে এলাকার কঠোর নজরদারি ও সীমান্ত এলাকায় চোরাচালান কঠোরভাবে দমন করায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে। এরই ধারাবাহিকতায় একটি জিআর মামলার পলাতক আসামি হিসেবে থানার এসআই নবী হোসেন সঙ্গে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য নিয়ে রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের চান্দের বাজার থেকে উপজেলা যুবলীগ নেতা সাইকুলকে গ্রেপ্তার করে। পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে রওনা হয় পুলিশ। এ সময় পরিবারের লোকজন, স্বজনরাসহ তিন-চার শ মানুষ বাধা সৃষ্টি করে বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিবেশ তৈরি করে। এর এক ফাঁকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান সাইকুল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আখাউড়া ছাত্রলীগ : শূন্য থেকে কোটিপতি মুরাদ, প্রতাপে এগিয়ে ছিলেন শাপলু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729829111-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আখাউড়া ছাত্রলীগ : শূন্য থেকে কোটিপতি মুরাদ, প্রতাপে এগিয়ে ছিলেন শাপলু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/25/1438961" target="_blank"> </a></div> </div> <p>বিশ্বম্ভরপুর থানার এসআই নবী হোসেন জানান, আমিসহ চার থেকে পাঁচজন পুলিশ সদস্য সাইকুলকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে থানায় নিয়ে আসতে চাইলে তার পরিবারের লোকজন, স্বজন সংঘবদ্ধ হয়ে বাধা সৃষ্টি করে। তারা সংখ্যায় তিন-চার শ ছিল। তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সাইকুল হাতকড়া পরিহিত অবস্থায়ই আমাদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়।</p> <p>বিশ্বম্ভরপুর থানার ওসি কাওছার আলম জানান, এই বিষয়ে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।</p>