<p>কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও পুলিশের সাবেক আইজিপি সানাউল হকসহ ৮৩ জনের নামে মামলা হয়েছে।</p> <p>করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাব উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২৩ অক্টোবর) রাতে এ মামলাটির এফআইআর হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছাত্রলীগ নেতা থেকে এমপি, শত শত কোটি টাকার মালিক আয়েন উদ্দিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729838550-869e9c8a89daaa0bf2583faef068ee54.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছাত্রলীগ নেতা থেকে এমপি, শত শত কোটি টাকার মালিক আয়েন উদ্দিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/25/1439002" target="_blank"> </a></div> </div> <p>উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর কাইয়ুম বাদী হয়ে এ মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরো ২৭০ জনকে আসামি করা হয়।</p> <p>মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে মিছিল হয়। এ পর্যায়ে করিমগঞ্জের আওয়ামী লীগ অফিস ও মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা এ সময় আগ্নেয়াস্ত্র, শর্টগান ও বন্দুক দিয়ে গুলি চালানোসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া হামলায় দেশীয় অস্ত্রশস্ত্রও ব্যবহার করা হয়। পরে তারা কলেজ রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।</p> <p> </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফরিদপুরে ছিনতাই : পুলিশ সদস্যসহ ২ জন আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729837916-2dc34a9e26da372505843a653cc6e105.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফরিদপুরে ছিনতাই : পুলিশ সদস্যসহ ২ জন আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/25/1438999" target="_blank"> </a></div> </div> <p>এজাহারে আরো বলা হয়, জাতীয় পার্টির মাহসচিব মুজিবুল হক চুন্নু, তার এপিএস আমিরুল ইসলাম খান বাবলু ও সাবেক আইজিপি সানাউল হকের ইন্ধন, নির্দেশ ও অর্থায়নে এ হামলার ঘটনা ঘটে।</p> <p>মামলায় চুন্নু ও সানাউল হক ছাড়াও চুন্নুর ব্যক্তিগত সহকারী (এপিএস) আমিরুল ইসলাম খান চুন্নু, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ খান, সাবেক মেয়র আব্দুল কাইয়ুমকে আসামি করা হয়। দৈনিক ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি মতিউর রহমান মাহবুব চৌধুরীকেও মামলায় আসামি করা হয়েছে। তাছাড়া মামলায় বেশ কয়েকজন বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের আসামি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নানা অপকর্মে ফেঁসে গেলেন বিএনপি নেতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/25/1729837245-c8f414ec8b13889ef3ff931a99f05041.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নানা অপকর্মে ফেঁসে গেলেন বিএনপি নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/25/1438996" target="_blank"> </a></div> </div> <p>মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ওয়াসিম বলেন, মামলাটির তদন্ত শুরু হয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।</p> <p>উল্লেখ্য, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুজিবুল হক কিশোরগঞ্জ-৩ আসনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার আগে ১৯৮৬ ও ১৯৮৮ দুবার তিনি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।</p>