<p>চাঁদপুরের পদ্মা ও মেঘনার বিশাল অভয়াশ্রম ঘুরে দেখলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। স্পিডবোটযোগে মাওয়াঘাট থেকে রওনা দিয়ে পদ্মা ও মেঘনা পার হন তিনি।</p> <p>আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুরের নৌ সীমানা পেরিয়ে ভোলার পথে রওনা হন উপদেষ্টা ফরিদা আখতার। তবে তার এই সফর নিয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমককে আগাম কোনো তথ্য জানানো হয়নি।</p> <p>এদিকে, মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। কোস্ট গার্ড ও নৌ পুলিশের সহায়তায় প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। উপদেষ্টার আগমনের খবরে নদীতে তারা ছিলেন বেশ তৎপর। তবে উপদেষ্টা চাঁদপুরের নৌ সীমানা পার হওয়ার পর অভয়াশ্রম ছেড়ে ডাঙায় ফিরে আসেন তারা। তবে মা ইলিশ সংরক্ষণে আজ মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা ও মেঘনার বেশকিছু এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৫৭ জন জেলেকে আটক করা হয়।</p> <p>অভিযানে জেলেদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ৫ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ইঞ্জিনচালিত  মাছ ধরার বেশ কয়েকটি নৌকা ও ২০০ কেজি ইলিশ। পরে জব্দ করা জাল আগুনে পুড়ে ধ্বংস এবং ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।</p> <p>এদিকে, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম পরিদর্শন করলেও স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এই বিষয় গণমাধ্যমকে জানানো হয়নি। এই বিষয় বিস্তারিত আরো জানতে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানকে মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। যে কারণে উপদেষ্টা ফরিদা আখতারে সফর এবং পরিদর্শন সম্পর্কে আগাম কোনো তথ্য পাওয়া যায়নি।</p>