<p>চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মারধর ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় এজহারনামীয় ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপায় রায়হান উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’</p> <p>গ্রেপ্তার ৫ জন হলেন মো. ইলিয়াছ ও ফারুক (৪০), মো. সুমন (২৯), মো. ইসতিয়াক আহমেদ (২২), মো. রাশেদ (৩০) ও মো. আবু তাহের (৫৫)। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মধ্যনগরে যুবলীগ নেতা শহীদুল গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729582874-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মধ্যনগরে যুবলীগ নেতা শহীদুল গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1437863" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ সুপায় রায়হান উদ্দিন খান বলেন, ‘গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন সংলগ্ন আপ্যায়ন রেস্টুরেন্ট দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও তার ভাই ইকবাল বাহিনীর লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুর করে। এ সময় অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীকে মারধরও করে তারা। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল সোমবার। এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়। এরপরই অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন’, আরো যা বললেন বিএনপি নেতারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729582573-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন’, আরো যা বললেন বিএনপি নেতারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1437862" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় জেলা পুলিশের অতিরিক্ত অফিসার-ফোর্স মোতায়েন আছে।’</p>