<p>বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে মিরপুর টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নিজেরা ব্যাটিং করতে নেমে দিশেহারা হয়ে পড়ে তাইজুল ইসলামের ঘূর্ণিতে। দল যখন নিয়ন্ত্রণ হারানোর পথে ঠিক তখনই স্টিয়ারিং হাতে চালকের আসনে বসেন কাইল ভেরেইনা। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের কাছেই এখন দিশেহারা তাইজুল ইসলাম-হাসান মাহমুদরা।</p> <p>দক্ষ হাতে দক্ষিণ আফ্রিকাকে পথ দেখাতে শুরু করেন ভেরেইনা। পথে নিজের অবস্থান সুসংহত করে দলকে বড় লিডও এনে দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের ১৮৬ রানের লিড সেটাই প্রমাণ করে। দলকে বড় লিড এনে দেওয়ার পথে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী ব্যাটার। তিন অঙ্ক স্পর্শ করার পর উদযাপনটাও করলেন দেখার মতো। ব্যাট সামনে রেখে বুকে হাত দিয়ে মাথা নিচু করে অভিবাদন জানালেন তিনি। যেন ব্যাটকে বোঝাতে চাইলেন তোমারই দান এই সেঞ্চুরি। ৭ নম্বরে এনে ১০০ রানে অপরাজিত আছেন তিনি। ওয়ানডে স্টাইলে ইনিংসটি সাজিয়েছেন ৮ চারে। </p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="66" height="360" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/হতাশা.jpg" width="600" /> <figcaption>দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে এমন হতাশই হতে হয়েছে বাংলাদেশকে। ছবি: কালের কণ্ঠ</figcaption> </figure> </div> <p>মিরপুর টেস্টে ভেরেইনা দলের শুরুর ধাক্কাটা সামলান অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে সঙ্গী করে। সপ্তম উইকেটে রেকর্ড ১৩০ রানের জুটি গড়ে। বাংলাদেশের বিপক্ষে যা এই পজিশনে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ জুটি ছিল মুল্ডার ও কেশব মহারাজের ৮০ রানের, ২০২২ সালে পোর্ট এলিজাবেথে। মুল্ডার (৫৪) ক্যারিয়ারের প্রথম ফিফটি করে আউট হলেও লেজের দিকের ব্যাটারদের নিয়ে লড়ে যাচ্ছেন ভেরেইনা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জোড়া আঘাতে প্রোটিয়াদের রেকর্ড জুটি ভাঙলেন হাসান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729576254-2d207e892a60717d11e56f6d05902d3d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জোড়া আঘাতে প্রোটিয়াদের রেকর্ড জুটি ভাঙলেন হাসান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/22/1437837" target="_blank"> </a></div> </div> <p>৯ম উইকেটে ড্যান পিয়েটের সঙ্গে ইতিমধ্যে ৬৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিচ্ছেন ভেরেইনা। ৮ উইকেটে প্রোটিয়াদের রান ২৯২। তার অপরাজিত সেঞ্চুরির বিপরীতে ৩২ রানে অপরাজিত আছেন পিয়েট। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত বাংলাদেশের সাফল্য শুধু ৬৫তম ওভারের শেষ দুই বলে হাসান দুই উইকেট।</p>