<p>নীলফামারীতে শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়েছে শারদীয় দুর্গোৎসব। রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলার ৭৯৫টি মণ্ডপে পূজা-অর্চনা শেষে ভক্তদের সিঁদুর খেলার মধ্যদিয়ে সমাপ্তি ঘটে আনুষ্ঠানিকতার।</p> <p>এর আগে গত শনিবার সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে সূচনা ঘটে মহা দশমীর। এরপর ঘট বিসর্জনের মন্ত্র পাঠ, অঞ্জলি প্রদান শেষে রবিবার সকালে সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা। দুপুর গড়িয়ে শেষ হয় সে আনুষ্ঠানিকতার। বিকেলে চলে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতার প্রস্তুতি।</p> <p>রবিবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে গিয়ে দেখা গেছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি পর্ব। প্রতি বছর ওই মন্দিরে প্রতিমাসহ বিসর্জনের জন্য সমবেত হন শহরের মিলন পল্লি, শিব মন্দির, বড় বাজার, ডালপট্টি এলাকাসহ আশপাশের ভক্তরা। সে রীতি অনুযায়ী এবারও ভক্তরা প্রতিমা বিসর্জনের জন্য সেখানেই সমবেত হবেন বলে জানান কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটি।</p> <p>কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা বলেন, রবিবার সকালে সিঁদুর খেলার মধ্য দিয়ে পূজার সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বিকেলে অনুষ্ঠিত হবে প্রতিমা বিসর্জন। প্রতি বছরের ন্যায় শহরের আশপাশের এলাকা থেকে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে প্রতিমা নিয়ে আসবেন ভক্তরা। মন্দিরের দিঘীতে প্রতিমা বিসর্জন করা হবে।</p> <p>জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী জানান, জেলায় এবার ৭৯৫টি মণ্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে রবিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জন হবে।</p> <p>জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। আনন্দঘন পরিবেশে জেলার সব জায়গায় পূজা উদ্‌যাপিত হয়েছে।</p>