<p style="text-align:justify">ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ম্যানেজার (ডিজিএম) আসাদুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে পল্লী বিদ্যুতের দুর্নীতি ও মনগড়া সিদ্ধান্তে গ্রাহকরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।</p> <p style="text-align:justify">বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে মানববন্ধন করেছে ছাত্র-জনতাসহ শতাধিক গ্রাহক। এসময় বিক্ষুব্ধ জনতা ডিজিএম আসাদুজ্জামান ভূঁইয়ার পদত্যাগের দাবি করেন।</p> <p style="text-align:justify">অভিযোগকারী একাধিক ব্যক্তি বলেন, নির্মাণ ও মাদার মিটারের নামে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য করছেন ডিজিএম আসাদুজ্জামান ভূঁইয়া। একটি প্রতিষ্ঠানের প্রধান হয়ে এভাবে প্রকাশ্যে ঘুষ নিলে প্রতিষ্ঠানটি কীভাবে সঠিক চলবে বলে প্রশ্ন রাখেন গ্রাহকেরা। মনগড়া বিদ্যুৎ বিল, অতিরিক্ত লোডশেডিং, নতুন মিটার আনতে গেলে কতিপয় সাংবাদিকের নাম ব্যবহার করে দালাল চক্রের হয়রানি হতে হয়।</p> <p style="text-align:justify">পরে আন্দোলনকারীরা আগামী রবিবার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবীনগর উপজেলায় অন্তত এক লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে। এখানে বিদ্যুতের চাহিদা রয়েছে ২৮ মেগাওয়াট। কিন্তু জাতীয় গ্রিটে নবীনগরে পাচ্ছে ৮ মেগাওয়াট।</p> <p style="text-align:justify">নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ম্যানেজার (ডিজিএম) আসাদুজ্জামান ভূঁইয়ার বলেন, আমরা গ্রাহকদেরকে যথাযথ সেবা দিচ্ছি। প্রমাণ ছাড়া এগুলো মিথ্যা অভিযোগ। আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে উপযুক্ত প্রমাণ দিন।</p>