<p>সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ১৪৬ বোতল ভারতীয় মদ, ৫৫ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। আটক মাদক ও ব্যবসায়ীদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে।</p> <p>র‍্যাব জানায়, আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ র‍্যাব-৯, সিপিসি-৩ আভিযানিক দল উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২৮ বোতল মদ জব্দ করে। এ সময় এর সাথে জড়িত উপজেলার ধনপুর ইউনিয়নের লাল মিয়ার ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে।</p> <p>এরআগে গত সোমবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ র‍্যাব-৯, সিপিসি-৩ আভিযানিক দল উপজেলার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার মৃত আব্দুল হাসিমের ছেলে জিয়াউর রহমান (৪০), মো. শাহিনুর আলী (৩৫), মৃত আব্দুস ছবানের ছেলে মো. শাহিনুর আলী (৩৫), মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. মোরশেদ মিয়া (৩৬) ও একই দিনের অপর আরেকটি অভিযান পরিচালনা করে ২৮ বোতল ভারতীয় মদসহ পেশাদার মাদক কারবারি মো. কামরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম সইফুল (২৪)-কে গ্রেপ্তার করে।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত র‍্যাব-৯ সিলেট সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।</p> <p>তিনি আরো জানান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।</p>