<p>কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুখসানা পারভীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে ওই অধিদপ্তর। এ ছাড়া তার বিরুদ্ধে ছাত্রীদের দেওয়া অভিযোগ তদন্তের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। </p> <p>আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ-২) ও সহকারী পরিচালক (এইআরএম)। এ দিকে বদলী বা ওসডি নয়, তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওই স্কুলের শিক্ষার্থীসহ অন্য স্কুলের শিক্ষার্থীরা।<br />  <br /> রুখসানা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে দফায় দফায় বিক্ষোভ ও সমাবেশ করছেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করে প্রশাসককে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। দাবির মুখে রবিবার তাকে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলী করা হয়। কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখান করে স্কুলে তালা লাগিয়ে দেয়। মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতের শিক্ষার্থীরা মিছিল করে শহরের শাপলা চত্বর অবরোধ করে।<br />  <br /> জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, প্রধান শিক্ষিকা রুখসানা পারভীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের বিষয়টি জানানো হয়েছে। শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়ার জন্য ১০ দিনের আল্টিমেটাম দিয়ে স্কুলের তালা খুলে দিয়েছে।</p>