<p>জামায়াত-বিএনপির সহিংসতা ঠেকাতে বৈঠা হাতে মহাসড়কে মহড়া দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মহড়া চলে গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে।</p> <p>এর আগে বিএনপির অবরোধ সফল করতে গত রবিবার সকাল ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর অংশের হাজিরহাট এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন যুবদলের নেতাকর্মীরা। মহাসড়কে আগুন জ্বালানোর ভিডিও এবং ছবি প্রকাশ করা হয়।</p> <p>বিএনপির ওই সহিংসতা রুখে দিতেই রবিবার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গুরুদাসপুরের পৌর মেয়র শাহনেওয়াজ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা এবং সমাবেশ হয়।</p>