<p>ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে সময়স্বল্পতার অভিযোগ এনে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।</p> <p>মতবিনিময়সভায় উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সংস্কার ও শিক্ষার্থীদের সেবা বাড়ানো নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়কদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সংগ্রহকৃত ৪৬টি প্রস্তাবনা তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের জন্য উন্মুক্তভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়। সেখানে শিক্ষার্থীরা উন্মুক্তভাবে বিভিন্ন বিষয়ে মতামত দেন। পরে উপাচার্য তার বক্তব্যের মাধ্যমে সভা শেষ করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগী সভাপতি ও দেড় হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন।</p> <p>উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমরা এখন নতুন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবে নতুনত্ব তৈরি হয়। বাংলাদেশ আর পেছনে ফিরে যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফিলোসোফিকে সামনে রেখে সবার অংশগ্রহণে গঠিত হবে সাম্য, মৈত্রী ও বন্ধনের বাংলাদেশ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত ও সুন্দর অঙ্গনে পরিণত হবে। আমার মূল কাজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সংস্কার ও গবেষণাকাজকে তরান্বিত করা।’</p>