<p style="text-align:justify">দি ইকোনমিক ইন্টেলিজেন্স বাংলাদেশ (ইআইবি) অর্থনীতিকে আবার গতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে জরুরিভাবে সমাধান করতে হবে এমন দশটি মূল বিষয় তুলে ধরেছে।</p> <p style="text-align:justify"><img alt="Infographics: TBS" height="400" src="https://www.tbsnews.net/sites/default/files/styles/infograph/public/images/2024/10/11/eib_highlightss.jpg" style="float:left" width="400" /></p> <p style="text-align:justify">দি ইকোনমিক ইন্টেলিজেন্স বাংলাদেশ-এর একটি গবেষণায় এ পদক্ষেপগুলো উঠে এসেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসলামী বিধি-বিধানের পাঁচ উৎস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728633544-ad5ff3f4ed1072cc6b1a8233ba56ee25.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসলামী বিধি-বিধানের পাঁচ উৎস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/10/11/1434066" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">টিবিএস রিসার্চ টিম ও থিংক ট্যাংক ডাটাসেন্স-এর সহযোগিতায় গতকাল প্রকাশিত তাদের পঞ্চম সংখ্যার শিরোনাম ছিল ‘বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে তাৎক্ষণিক  ১০ ব্যবস্থা’ ।</p> <p style="text-align:justify">ছাত্র-জনগণের নেতৃত্বে রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তী সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার দেওয়া উচিত এমন কিছু রূপপরেখা তুলে ধরা হয়েছে এ গবেষণায়।</p> <p style="text-align:justify">৮ আগস্ট দায়িত্ব নেওয়া নতুন প্রশাসন ইতিমধ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে তিনটি কমিটি, বিশেষ করে অর্থনৈতিক বিষয়ের ওপর নজর দিয়ে করা হয়েছে। পাশাপাশি একটি শ্বেতপত্র কমিটিও করা হয়েছে। উন্নয়ন ব্যয়ের লাগাম টেনে ধরার জন্য কম উল্লেখযোগ্য প্রকল্পগুলোকেও সংস্কার করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।<br />  কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের প্রভাব বিনিময় বাজারেও স্পষ্ট দেখা যাচ্ছে।</p> <p style="text-align:justify">ইআইবি-এর পঞ্চম গবেষণা সংখ্যায় যে ১০টি মূল বিষয় তুলে ধরা হয়েছে, যা অর্থনীতিকে আবার গতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে জরুরিভাবে সমাধান করতে পরামর্শ দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">জরুরিভাবে সমাধান করতে অগ্রাধিকার দেওয়া বিষয়গুলোর মধ্যে রয়েছে- সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন, দুর্নীতি ও অর্থ পাচার নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের সংস্কার, কর ব্যবস্থায় সংস্কার, দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো পুনর্বিবেচনা, তথ্য অধিকার সংক্রান্ত আইনের সংস্কার, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং মানসম্পন্ন কর্মসংস্থানের জন্য মানব পুঁজিকে শক্তিশালী করা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আমাগো দ্বারায় এত দামে কাঁচা তরকারি কিনে খাওয়ার কায়দা নাই’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728631664-aa8aa7deaab517f72941349228fc6c81.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আমাগো দ্বারায় এত দামে কাঁচা তরকারি কিনে খাওয়ার কায়দা নাই’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/11/1434061" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এই গবেষণার অংশ হিসেবে, গত সপ্তাহের শুরুতে একটি বিশেষ সমীক্ষা প্রকাশিত হয়েছিল। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন এমন প্রধান সংস্কারগুলো চিহ্নিত করার জন্য অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদদের মতামত তুলে ধরা হয়েছিল। </p> <p style="text-align:justify">এ বিষয়ে বিস্তারিত জানতে  ইআইবি-এর মূল প্রবন্ধ পড়ুন : <a href="http://https://intel.tbsnews.net/5th-issue.">http://https://intel.tbsnews.net/5th-issue.</a></p>