<p>বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘শুধু কি ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে? তাদের নেতাকর্মীদের হাতে দা, পিস্তল ও অস্ত্র আছে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে।’</p> <p>বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা নির্বাহী আদেশে বাতিল’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ দাবি জানান।</p> <p>সেলিমা রহমান বলেন, ‘শুধু কী ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে। তাদের হাতে দা, পিস্তল ও অস্ত্র আছে। তারা কী যেখানে-সেখানে হামলা করবে না? তাই বলছি, এদেরকে আইনের আওতায় আনতে হবে। সবচেয়ে বড় কথা হলো, শেখ হাসিনাকে আগে আইনের আওতায় আনতে হবে, তার বিচার করতে হবে।’</p> <p>তিনি বলেন, ‘একটি নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব বিরোধী দলের নেতাকর্মীদের মামলা উঠিয়ে নেওয়া। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা করছে না।’<br />  </p>