<p style="text-align:justify">রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হলে জনগণকে রাজনৈতিক সচেতন হতে হবে। একই সঙ্গে প্রতিনিয়ত সম্মিলিত প্রতিরোধ জারি রাখতে হবে সব স্তরে। স্বপ্নের বাংলাদেশ পেতে হলে লড়াকু অস্তিত্বসচেতন মানুষদের নিরন্তরভাবে থাকতে হবে। স্বাধীন বিচার বিভাগ সংক্রান্ত ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের রজত জয়ন্তী উপলক্ষে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রের সার্বিক সংস্কার’ নিয়ে আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৪ বছরে দ্বিগুণ হয়েছে নারী ধূমপায়ীর সংখ্যা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730515761-a91d62bcb3fc6131940b19d445b9b9b3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৪ বছরে দ্বিগুণ হয়েছে নারী ধূমপায়ীর সংখ্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/02/1441795" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তাঁরা বলেন, কোনো রাজনৈতিক সরকার স্বাধীন বিচার বিভাগ চায়নি। গতকাল শুক্রবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।</p> <p style="text-align:justify"><strong>বিচারব্যবস্থা কঠিন, জনবিচ্ছিন্ন : </strong>আলোচনায় ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, ‘দেশের নাম বাংলাদেশ। বেশির ভাগ মানুষ বাঙালি।</p> <p style="text-align:justify">কিন্তু আদালতের ভাষা ইংরেজি। সব কিছু মিলিয়ে একজন কৃষক বা সাধারণ মানুষ আদালতের দ্বারস্থ হলে সে বুঝবেই না, রায় বা আদেশ তার পক্ষে হলো না বিপক্ষে হলো। এটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের সঙ্গে তা কখনোই সংগতিপূর্ণ হতে পারে না। সব মিলিয়ে বিচারব্যবস্থা নিজেই এত কঠিন যে জনবিচ্ছিন্ন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="থামছেই না পলিথিন বিক্রি, রবিবার থেকে কঠোর হবে সরকার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730515665-4f1e033b5f61ddad1cd2ae52b145b41d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>থামছেই না পলিথিন বিক্রি, রবিবার থেকে কঠোর হবে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/02/1441794" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নুরুল কবির বলেন, ‘প্রশ্ন উঠেছে, নতুন করে সংবিধান লেখা হবে, না সংস্কার করা হবে। এ নিয়ে বিতর্ক চলছে। সংবিধান হচ্ছে রাজনৈতিক আকাঙ্ক্ষা। সংবিধানের আইন বদলাতে হলে জনমত লাগবে। জনগণের কাছে যেতে হবে।</p> <p style="text-align:justify">গণভোট লাগবে। গণভোট চুরি-চুপটি করে করলে হবে না। দীর্ঘদিন সুনির্দিষ্ট প্রচার চালিয়ে করতে হবে। কী কারণে বদলানো হবে জনগণের কাছে তার স্পষ্ট বার্তা দিতে হবে। জনগণকে বুঝিয়ে বলতে হবে।’</p> <p style="text-align:justify"><strong>পেশাগত স্বাধীনতাও নিশ্চিত করতে হবে :</strong> সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, ‘বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই স্বাধীনতা শুধু প্রাতিষ্ঠানিক দিক থেকে হলে হবে না, বিচার বিভাগসংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাগত স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। এ জন্য নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণগুলো সরাতে হবে। যে কারণে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় খুবই জরুরি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিশোর গ্যাং : চট্টগ্রামের বড় ভাইয়েরা এখন পলাতক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730514794-d79e78c8e47cb906c96ceca72afcbf73.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিশোর গ্যাং : চট্টগ্রামের বড় ভাইয়েরা এখন পলাতক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441792" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify"><strong>...স্বতন্ত্র বিচার বিভাগ চায়নি :</strong> বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানা বলেন, “স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় মাসদার হোসেন মামলার ১২ দফা নির্দেশনা কোনো রাজনৈতিক সরকার (আওয়ামী লীগ-বিএনপি) মানেনি। কারণ কোনো রাজনৈতিক সরকার কখনো চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। রাজনৈতিক সরকার কখানো চায় না, বিচার বিভাগ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ‘রাজা তুমি অপরাধ করেছে’ এ কথা বলার সাহস করুক। রাজনৈতিক সরকার কখানো চায় না বিচার বিভাগ প্রশ্ন তুলুক, ভিন্নমতের বা ভিন্নদলের লোকদের বিরুদ্ধে কেন মামলাগুলো হচ্ছে। এ রকম বিচার বিভাগ আমাদের রাজনৈতিক সরকারগুলো কোনো দিনও চায়নি।”</p> <p style="text-align:justify"><strong>বিচার বিভাগে ভয়াবহ বল প্রয়োগ হয়েছে : </strong>সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘অধস্তন আদালতের পাশাপাশি উচ্চ আদালতও সব সময় রাজনৈতিক নিয়ন্ত্রণে ছিল। উচ্চ আদালতে রাজনৈতিক বিবেচনার বাইরে কখনো বিচারক নিয়োগ হয়নি।’ বিচার বিভাগ নিয়ে এখন নৈরাজ্য শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিচার বিভাগ, বিচারপতিদের সম্মান-মর্যাদা রক্ষার দায়িত্ব যেমন আইনজীবীদের, নাগরিকদের, তেমনি বিচারপতিদেরও।</p> <p style="text-align:justify">শিক্ষার্থীরা বড় একটা ভূমিকা পালন করেছে সরকার উত্খাতের ক্ষেত্রে। কিন্তু সব কিছু পরিবর্তনের জন্য যেভাবে বল প্রয়োগের নীতিটা এখন শুরু হয়েছে, তা থেকে বের হয়ে আসা জরুরি। এ ধরনের সংস্কৃতি বিচার বিভাগকে সবল করছে না বরং আরো দুর্বল করছে। বিচার বিভাগ যে প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়াতে পারছে না, সেটাতে এই বল প্রয়োগ নতুন মাত্রা যোগ করেছে।’</p> <p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে হাইকোর্টের ১২ জন বিচারপতিকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।</p>