<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরবরাহ বৃদ্ধি পেয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আলু-পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আলু ও পেঁয়াজের আমদানি বৃদ্ধি ও দেশের বাজারে পাতা পেঁয়াজ উঠতে শুরু করায় বন্দর অভ্যন্তরে পাইকারি পর্যায়ে কেজিতে অন্তত ১০ টাকা দাম কমেছে। ব্যবসায়ীরা জানান, সপ্তাহখানেক পর পণ্য দুটির দাম আরো কমবে। গত সপ্তাহে আমদানি করা যে পেঁয়াজ বন্দরে পাইকারি পর্যায়ে প্রকারভেদে ৭০-৮০ টাকা দরে বিক্রি হয়েছে এখন সেই পেঁয়াজ ৬০-৭০ টাকা। কেজিতে আলুর দাম ১০ টাকা কমে ৫২ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সে দেশে দাম কিছুটা কমতে শুরু করেছে। আগে ৪৪০ ডলার মূল্যে প্রতি টন পেঁয়াজ আমদানি করা হতো। এখন ৪১০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। </span></span></span></span></span></p>