<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুঁজিবাজারে মহাধস নামে ২০১০ সালে। ১৫ বছরে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কেউ কেউ পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসে গেছেন। বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ (বিসিএমআইইউএ)</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন ক্ষতিগ্রস্তদের ৫০ শতাংশ পুঁজি ফিরিয়ে দিতে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছে। একই সঙ্গে সংগঠনটি পুঁজি হারিয়ে আত্মহত্যা কিংবা হৃদরোগে মারা যাওয়া বিনিয়োগকারীদের পরিবার থেকে একজনের জন্য চাকরির ব্যবস্থা করাসহ মোট ১২ দফা দাবি জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ আতিক ইখতিয়ারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আ ন ম আতাউল্লাহ নাঈম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণমাধ্যমে বিভিন্ন সময়ে পুঁজি হারিয়ে যে আত্মহত্যার খবর এসেছে, বাস্তবে এর সংখ্যা আরো বেশি হবে। কিছু ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে কারসাজির কারণে সৃষ্ট পতনে বিনিয়োগকারীদের এমন মৃত্যু হওয়াকে কিছুতেই মানতে পারছেন না বিনিয়োগকারীরা। এই মুহূর্তে পুঁজিবাজারকে একটি টেকসই ও গতিশীল বাজার হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>