<p>লিওনেল মেসির অনুপস্থিতিতে চিলির বিপক্ষে উতরে গেলেও কলম্বিয়ায় হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগালেন হামেস রদ্রিগেসরা। ঘরের মাঠে কলম্বিয়া জিতেছে ২-১ গোলে। এতে ১২ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আলবিসেলেস্তারা। সর্বশেষ গত বছরের নভেম্বরে বাছাইয়ে উরুগুয়ের কাছে হেরেছিল বিশ্বচ্যাম্পিয়নরা।</p> <p><img alt="কলম্বিয়ায় আর্জেন্টিনার হোঁচট" height="624" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/08.August/12-08-2024/Rif/12-09-2024-p14-6.jpg" style="float:left" width="450" />মেসিবিহীন আর্জেন্টিনার আক্রমণ ভাগ এদিন ছন্দ খুঁজে পায়নি। খেলার শুরু থেকে আর্জেন্টিনাকে চাপে রাখে স্বাগতিকরা। ২৫ মিনিটে স্বাগতিকদের উল্লাসে ভাসান ইয়ের্সন মসকেরা। রদ্রিগেসের উঁচু করে নেওয়া ক্রসে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। মধ্য বিরতি থেকে ফিরেই অবশ্য সমতা টানে আর্জেন্টিনা। বল পেয়ে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং করেন নিকোলাস গনজালেস। তবে আর্জেন্টিনার স্বস্তি উবে যায় একটু পরেই। ৬০ মিনিটে পেনাল্টি পায় কলম্বিয়া। রদ্রিগেসের সফল স্পট কিকে এগিয়ে যাওয়ার সঙ্গে জয়ও নিশ্চিত হয়ে যায় কলম্বিয়ার। পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফিরতে ত্রিশ মিনিট পেয়েও তা কাজে লাগাতে পারেননি মার্তিনেস-আলভারেসরা। সংবাদ সম্মেলনে এসে এ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করে স্কালোনি বলেছেন, ‘আমরা হারতে পছন্দ করি না। বলতে গেলে পেনাল্টির পর আমরা আর খেলিইনি। এটিই আমাকে বিরক্ত করেছে। আমি এমনটাই দেখেছি। তবে আমার মতে, সার্বিক পরিস্থিতির বিচারে আমরা ভালো ম্যাচ খেলেছি। আমরা হয়তো জিততেও পারতাম।’</p> <p>কলম্বিয়ার পাওয়া পেনাল্টি নিয়ে আছে বিতর্ক। নিকোলাস ওতামেন্দি বক্সে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজকে। ভিএআর পরীক্ষার পরও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন। আর্জেন্টাইন ফুটবলাররা অবশ্য দাবি করেছেন, মুনোজকে ফাউল করার মতো সপর্শ করেনি ওতামেন্দি। স্কালোনিও বলেছেন তেমনটাই, ‘ম্যাচ যখন সমতায় থাকে তখন রেফারির থেকে এ রকম সিদ্ধান্ত সত্যি অবাক করে। রেফারির উচিত ছিল আরো ভালোভাবে পরীক্ষা করা।’ আর্জেন্টিনাকে হারিয়ে বাছাইয়ে জয়ে ফিরেছে কলম্বিয়া। গোলের সঙ্গে অ্যাসিস্ট করে এ ম্যাচেও কার্যকরী ভূমিকা রেখেছেন হামেস রদ্রিগেস। জয়ে ফিরতে পেরে স্বস্তির কথাই শুনিয়েছেন এই মিডফিল্ডার, ‘জয়টা আমাদের দরকার ছিল। আর্জেন্টিনার অসাধারণ সব খেলোয়াড় আছে। ওদের বিপক্ষে খেলা সব সময় কঠিন।’ বাছাইয়ে আট ম্যাচে ১৮ পয়েন্টে শীর্ষে আর্জেন্টিনা। আর ১৬ পয়েন্টে দুইয়ে কলম্বিয়া। টিওয়াইসি</p> <p> </p> <p> </p> <p> </p>