<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নসহ সবকয়টি ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে। সরকারি গেজেটের থেকে তিন-চার গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে বলে জানা গেছে। সরকারি গেজেট হিসেবে ৪৫ দিন বয়স পর্যন্ত জন্ম নিবন্ধন ফ্রিতে করানো হয়। ৪৫ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত ২৫ টাকা, জন্ম তারিখ ১০০ টাকা, নাম-ঠিকানা সংশোধন ৫০ টাকা। জানা গেছে, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে একজন গ্রাম পুলিশ জন্ম নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র জমা নিচ্ছে। সেই সঙ্গে খরচ বাবদ ৪৫ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত ২৫ টাকার স্থলে ১২০ টাকা, জন্ম তারিখ সংশোধনে ১০০ টাকার বিপরীতে নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। নাম-ঠিকানা সংশোধন ৫০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ১২০ টাকা।</span></span></span></span></p>