<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই যুগ ধরে ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের পরিবার নিয়ে জীবন নির্বাহ করতেন মো. মাহাবুল। কোটা আন্দোলনে যুক্ত ছেলেকে খুঁজতে গিয়ে ছররা গুলিতে হারিয়েছেন বাম চোখের দৃষ্টিশক্তি। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ছররা গুলি। এক ছেলে ও এক মেয়ের পড়ালেখা ও সংসার চালানো কঠিন হওয়ায় ঘটনার মাসতিনেক আগে রংপুরের মাহাবুল খান সপরিবারে গাজীপুরের বাইপাস এলাকায় এসে ভাড়া বাসায় ওঠেন। চায়না কম্পানির ওভারব্রিজ নির্মাণকাজে শ্রমিক হিসেবে যোগ দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেদিনের ঘটনা বর্ণনা করে মাহাবুল জানান, ২০ জুলাই সকালে কাজ থেকে বাসায় ফিরে জানতে পারেন উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলে কোটা আন্দোলনে গেছে। ছেলেকে খুঁজতে বাইপাস ওভারব্রিজের কাছে পৌঁছামাত্রই পুলিশের ছররা গুলি মুখ, চোখ ও মাথাসহ শরীরে লাগে। লোকজন তাঁকে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা অপারগতা প্রকাশ করেন। পরে জয়দেবপুর সদর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে ডাক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখানে চিকিৎসা হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পরে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হই। সেখানে দুই দফা অপারেশনের পর চোখের ছয়টি গুলি বের করা সম্ভব হলেও দৃষ্টিশক্তি ফেরত আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখনো একটি গুলি চোখের ভেতর আছে। ছেলে মাসুম জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাকে খুঁজতে গিয়ে বাবা আজ অন্ধ হয়েছে। বর্তমানে টাকার অভাবে বাবাকে ভালো করে চিকিৎসা করাতে পারছি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, কোটা আন্দোলনে আহত ওই ব্যক্তির খোঁজখবর নিয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>