<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাতক্ষীরায় এক গৃহবধূকে পিটিয়ে, মাথা ও ভ্রুর চুল কেটে, সারা শরীরে গরম তেল ঢেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিত রুকাইয়া ইয়াসমিন সাথীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গৃহবধূর স্বামী রাব্বি ও শ্বশুর আব্দুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সাতক্ষীরা শহরের রাজারবাগান ঋষিপাড়ায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঘরের মধ্যে আটকে রেখে দফায় দফায় এ নির্যাতন চালায় গৃহবধূর স্বামী ও তাঁর স্বজনরা। নির্যাতন করা হয়েছে তাঁর কথিত প্রেমিক মোহাম্মদ হাবিবুল্লাকেও। এ ঘটনায় গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ ওই গৃহবধূসহ দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সাথীর বাবা সাজ্জাদ হোসেন জানান, তাঁর মেয়েকে নির্যাতনের খবর পেয়ে থানায় লিখিত অভিযোগ জানানোর পর বিকেল সাড়ে ৩টার দিকে সদর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শনিবার সন্ধ্যায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।</span></span></span></span></p>