<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবৈধ দখলদারি, কলকারখানাসহ আশপাশের বাড়িঘরের বিষাক্ত বর্জ্য নিষ্কাশনে সঠিক ব্যবস্থাপনা না থাকায় গাজীপুরের কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বংশাই ও ঘাটাখালী নদী দুটি মৃতপ্রায়। অথচ কালিয়াকৈরের উৎপাদিত বেশির ভাগ ফসলসহ নিত্যপ্রয়োজনীয় মালপত্র রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হতো নদী দুটি দিয়ে। দখল ও দূষণমুক্ত করে এসব নদ-নদী পুনরুদ্ধারের দাবি জানিয়েছে স্থানীয়রা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরের ওপর দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী বংশাই ও ঘাটাখালী নদী। নদী দুটি কালিয়াকৈর হয়ে ঢাকার সাভার এলাকায় গিয়ে মিলিত হয়েছে। একসময় এই বংশাই ও ঘাটাখালী নদীর ওপর দিয়ে স্থানীয় লোকজন তাদের উৎপাদিত পণ্য ঢাকায় নিয়ে বিক্রি করত। এ ছাড়া কৃষকরা তাঁদের জমি আবাদ করতেন এই নদীর পানি দিয়েই। পানি প্রবাহিত হওয়ায় দুই পারের কৃষিজমি ছিল ফসলে ভরা। পানিতে ছিল প্রচুর দেশি প্রজাতির মাছ। নব্বইয়ের দশক পর্যন্ত আশপাশের কয়েক গ্রামে নলকূপ না থাকায় গ্রামের মানুষ খাবারসহ নানা কাজে ব্যবহার করত মুক্ত এই নদীর পানি। আজ শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য ও অব্যাহত অবৈধ দখলের কারণে বিপর্যস্ত নদ-নদীগুলো। এতে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। দিন দিন নদীপথগুলো শুরু হয়ে মৃত খালে পরিণত হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বংশাই নদীর নয়ানগর এলাকার বাসিন্দা সাইজ উদ্দিন সাজু বলেন, বংশাই নদীর দুই পাশ দখল করে ফেলায় নদীটির প্রশস্ত একেবারেই কমে গেছে। এখন পায়ে হেঁটেই মানুষ বংশাই নদী পার হয়। একসময় নৌকা দিয়ে মানুষ এপার থেকে ওপারে যেত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বলিয়াদী এলাকার বাসিন্দা বাপ্পি সাহা বলেন, বংশাই ও ঘাটাখালী নদী এখন প্রায় মৃত। প্রভাবশালীরা দখল করে বাড়িঘর করার ফলে নদী দুটি এখন আর আগের চেহারায় নেই। যে নদী দিয়ে একসময় পূর্বপুরুষরা তাঁদের উৎপাদিত ফসল রাজধানীতে নিয়ে বিক্রি করতেন, যে নদী দিয়ে একসময় পালতোলা নৌকা চলাচল করত, এখন সেসবের কিছুই নেই। নদী দুটি এতই সরু হয়ে গেছে যে এখন আর নদী বলা যাবে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ বলেন, খোঁজখবর নিয়ে নদী দখলকারীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী দুটির গতিধারা ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।</span></span></span></span></span></p>