<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জের চৌহালীতে জমির ওপর দিয়ে পানির ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে মারধরে আপন দুই ভাইকে হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। এ ছাড়া রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার চর কোদালিয়া উত্তরপাড়ার মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে নাসির উদ্দিন (৪০) ও তাঁর বড় ভাই শহিদুল ইসলাম সাচ্চা (৫০), একই গ্রামের মৃত শমেস আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার বরাত দিয়ে ওই আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম জানান, ২০১৮ সালের ৭ ডিসেম্বর আন্তাব আলীর ছেলে কাওসার আলীকে প্রতিপক্ষ নাসির উদ্দিন মারধরের চেষ্টা করেন। খবর পেয়ে কাওসারের বাবা আন্তাব আলী ও বড় ভাই মিল্টন সেখানে আসেন। এ সময় কাওসার ও মিল্টনকে পিটিয়ে মারাত্মক আহত করেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনার পরের দিন নিহতদের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক রায় দিলেন।</span></span></span></span></p>