<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা এলাকার কবরস্থান থেকে গত কয়েক দনে রাতের আঁধারে অর্ধশতাধিক মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার এলাকাবাসী ওই কবরস্থানে গিয়ে দেখতে পায় কবরগুলো খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে এলাকার আব্দুল মান্নান মাল তাঁর বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখেন, তাঁর বাবার কবরসহ আরো সাতটি কবর খুঁড়ে রাখা। এর আগেও একই কায়দায় প্রায় ১৮টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভান্নারা এলাকার বাসিন্দা ইউসুফ সিকদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক মাসে অর্ধশতাধিক কঙ্কাল চুরি হয়েছে। আমাদের জীবিত থাকতেও শান্তি নেই, মরেও শান্তি নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কঙ্কাল চুরির ঘটনাটি এলাকাবাসীর কাছে জানতে পেরেছি। তাদের থানায় একটি অভিযোগ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দায়ের করতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>