<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে চাল সরবরাহ না করায় ঠাকুরগাঁও জেলার ১০৪টি হাসকিং মিলের মিলিং এবং মিলের নামীয় খাদ্যশস্য ব্যবসায়ী লাইসেন্স বাতিল করা হয়। সেই সঙ্গে সেসব মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে অনুরোধ জানিয়ে গত ২০২১ সালের ২৭ অক্টোবর চিঠি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত একটি মিলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিন দেখা যায়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাপোড় এলাকার জে আর অটো এবং সৈয়দপুর ইউনিয়নের কিং সৈয়দপুর গ্রামের চৌধুরী অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আটো রাইস মিল দুটিতে আটো রাইস মিলে চাল উৎপাদন ও বিপণন কার্যক্রম চলছে পুরোদমে। অথচ ২০২১ সালের ২৭ অক্টোবর এই দুটি আটো রাইস মিলসহ উপজেলার ১০৪টি হাসকিং মিলের মিলিং এবং মিলের নামীয় খাদ্যশস্য ব্যবসায়ী লাইসেন্স বাতিল করা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে চিঠি দেয় খাদ্য বিভাগ। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। লাইসেন্স ছাড়াই মিলের কার্যক্রম অব্যাহত রেখেছেন তাঁরা। তবে খাদ্য বিভাগ বলছে, পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান দাবি করেন, বিষয়টি তাঁর জানা নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক বাচ্চু মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমনটা হলেও আমাদের কিছু করার নেই। কারণ অন্য দপ্তরের নির্দেশনা বা অনুরোধ আমরা পালন করব কেন? আমাদের দপ্তর থেকে নির্দেশনা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ২০০৮ সালের জারি করা প্রজ্ঞাপনের ৪ ধারা অনুযায়ী সরকারের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি শক্তিচালিত যন্ত্র দ্বারা ধান ছাটাইকরণ, ধান ও চাল ক্রয়-বিক্রয় এবং চালজাত দ্রব্য প্রস্তুতকরণ ও বিক্রয়সংক্রান্ত ব্যবসা পরিচালনা করতে পারবেন না। মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনকে উপেক্ষা করে পীরগঞ্জে লাইসেন্স বাতিল হওয়া অটো এবং হাসকিং মিলগুলো অবাধে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে জে আর অটো রাইস মিলের ম্যানেজার সোহাগ জানান, লাইসেন্সের জন্য নতুন করে আবেদন করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল ইসলাম শাহ বলেন, উপজেলায় বর্তমানে ৯৬টি মিল রয়েছে। যারা সরকারের সঙ্গে এবার চুক্তিও করেছে। যাদের লাইসেন্স বাতিল হয়েছে তারাও অনেকে ব্যবসা করছে বলে শুনেছি। বিষয়টির প্রতি আগে গুরুত্ব দেওয়া হয়নি। এখন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। খোঁজখবর নিয়ে দেখবেন এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে জানান তিনি।</span></span></span></span></p>