<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীতে সংঘবদ্ধ মাদকচক্রের তিন নারীসহ সাতজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে আইস-ইয়াবা-টাপেন্টাডল উদ্ধার করা হয়। ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলাম এ তথ্য দেন।  তিনি বলেন, আটককৃতরা সংঘবদ্ধ মাদক কারবারিচক্রের সদস্য। গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের আরো অনেক সহযোগী এখনো অধরা। তিনি আরো বলেন, সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। রবিবার রাতে অভিযান চালিয়ে ১৬৭০ পিস ইয়াবা, ৭ গ্রাম আইস ও ১৯০ পিস টাপেন্টাডল নামীয় মাদক উদ্ধার করা হয়।</span></span></span></span></p>