<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০৪ হয়েছে। এর আগে দেশে ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২৩ সালে, ওই বছর রোগটিতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত সাতজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন, খুলনা বিভাগীয় এলাকার হাসপাতালে দুজন এবং বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে একজন রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৯৩ হাজার ৬৮৫ হলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৫৫ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০ হাজার ৬২২ জন রোগী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে দুই হাজার ৫৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ১৪ জন এবং বাকি এক হাজার ৫৪৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। চলতি বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৫৬ হাজার ২৫০ জন ঢাকার বাইরের। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭ হাজার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ৪৩৫ জন।</span></span></span></span></span></p>