<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দানবিক পুলিশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থেকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানবিক পুলিশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গঠনের ক্ষেত্রে একটি স্বাধীন পুলিশ কমিশন অপরিহার্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনমুখী পুলিশ সেবা নিশ্চিতকল্পে পুলিশ কমিশন গঠন ও অন্যান্য সংস্কারের প্রস্তাব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেমিনারে বিশেষ অতিথি সাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে প্রস্তাবিত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ কমিশন গঠন করা জরুরি। ৮ আগস্টের পর আমি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলি, এই পুলিশ কমিশন গঠন তাদের সে সময়ের দাবি ছিল, তারা আর রাজনৈতিকীকরণের অংশ হতে চায় না। তাই পুলিশের নিয়োগ প্রক্রিয়াসহ তাদের সব কার্যক্রম পুলিশ কমিশনের মাধ্যমেই হওয়া উচিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা অংশ নেন। সেমিনার সঞ্চালনা করেন এনএনইউর এসআইপিজি পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হক। তিনি বক্তব্যে পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীরা এই পরিবর্তনে কী ভূমিকা পালন করতে পারে, তা তুলে ধরেন। এনএসইউর আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইশরাত জাকিয়া সুলতানা সেমিনারে পুলিশ সংস্কারের সম্ভাব্য রোডম্যাপ এবং পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা তুলে ধরেন। তাঁরা জানান, এসআইপিজির সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, পুলিশের ওপর মাত্র ১১ শতাংশ মানুষের আস্থা আছে। রিজওয়ানুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা একটি স্বাধীন পুলিশ কমিশন থাকা জরুরি বলে মনে করি। তা সরকার এবং পুলিশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই দুই ক্ষেত্রের জন্যই ভালো হবে। পুলিশ কমিশনের মাধ্যমে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। এ ছাড়া পুলিশে তিন স্তরের জায়গাতে দুই স্তরের নিয়োগ কাঠামো করলে দক্ষতা এবং মেধার মাধ্যমে সবার ওপরে যাওয়ার সুযোগ হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>