<p>রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। গতকাল শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কুর্মিটোলা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে লাগা আগুন নেভানো হয়েছে দুপুর ২টা ৮ মিনিটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এখনো পর্যন্ত জানা যায়নি বাসটিতে কিভাবে আগুন লেগেছে। আমরা যতটুকু জানতে পেরেছি বাসটি কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে ছিল।’ এ বিষয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, ‘আমরা কুড়িল বিশ্বরোড এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পেয়েছি। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানতে পারিনি। বাসে কিভাবে আগুন লেগেছে সেটা জানার জন্য চেষ্টা করছি।’</p> <p> </p>