<p>ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং প্রতিবেদক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে মেঘনা গ্রুপের এক হাজার কোটি টাকার মানহানি মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। গতকাল বুধবার ডিআরইউয়ের দপ্তর সম্পাদক রফিক রাফি স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই নিন্দা ও প্রতিবাদ জানান।  গত ৯ অক্টোবর কালের কণ্ঠে ‘লক্ষ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে সংক্ষুব্ধ হয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ১৪ অক্টোবর কালের কণ্ঠ’র সম্পাদক হাসান হাফিজ এবং প্রতিবেদক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা যুগ্ম জেলা জজ আদালতে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেন। এই মামলায় আরো কয়েকজনকে আসামি করা হয়।</p> <p>প্রতিবেদক জাহিদুল ইসলাম জানিয়েছেন, তথ্যভিত্তিক প্রতিবেদনে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে মেঘনা গ্রুপের টাকাপাচারের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই মামলায় গত ১৪ অক্টোবর সমন জারি করেন ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন আদালত। এই সমন আদেশের কপি আরো পরে প্রতিবেদকের হাতে আসে।</p> <p>ডিআরইউয়ের বিবৃতিতে বলা হয়, এই মামলার মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।</p>