<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর খিলক্ষেত এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ গত শনিবার যৌথ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৯২টি মামলা দেয় এবং দুই লাখ ২২ হাজার টাকা জরিমানা করে। এ সময় বিভিন্ন সমস্যায় ছয়টি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>