<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। ভোর থেকেই জাপার কেন্দ্রীয় কার্যালয় ও কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। এর আগে এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল জাতীয় পার্টি। আর ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতা ওই সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। এই পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের এই নিষেধাজ্ঞার পর জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় খালি পড়ে আছে। সেখানে দলটির কোনো নেতাকর্মীর উপস্থিতি ছিল না। ছিল উত্সুক কিছু মানুষের আনাগোনা আর পুলিশের কড়া পাহারা। উত্সুক জনতা কার্যালয়টির সামনে দিয়ে যাচ্ছে আর নিজেদের মধ্যে আলোচনা করছে। কেউ কেউ ছবিও তুলে রাখছে। উত্সুক জনতার কোনো প্রকার জমায়েত হতে দেখলেই সরিয়ে দিচ্ছে পুলিশ। এদিকে গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুপুরে জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর দেওয়া ভাষণের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।</span></span></span></span></span></p>